ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পিএ ও দুই গাড়িচালককে আইনশৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে গেছে

প্রকাশিত: ০৮:০৯, ৯ মার্চ ২০১৫

পিএ ও দুই গাড়িচালককে আইনশৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে গেছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদের ব্যক্তিগত সহকারী (পিএ) ওসমান গনি ও দুই গাড়িচালককে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। রবিবার দুপুরের পর হাসিনা আহমেদ সাংবাদিকদের টেলিফোনে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার রাতে মিরপুর থেকে ব্যক্তিগত সহকারী ওসমান গনিকে এবং সালাহউদ্দিনের গুলশানের বাসার সামনে থেকে গাড়িচালক শফিক ও খোকনকে ধরে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে ওই তিনজনের খোঁজ নেই বলে স্বজনরা জানান। ব্যক্তিগত সহকারী ওসমান গনির স্ত্রী শিখা জানান, শনিবার রাত সাড়ে তিনটা-চারটার দিকে আট-দশজনের সাদা পোশাকধারী লোক তাদের বাসায় প্রবেশ করে। বাইরে দু’জন র‌্যাবের পোশাকে ছিল। তারা ওসমান গনিকে আটক করে নিয়ে যাওয়ার সময় বলেছে- ঠিক ঠিক তথ্য দিলে তাকে ছেড়ে দেবে। এর পর র‌্যাব সদর দফতরে খোঁজ নিতে গেলে তারা ওসমানকে আটকের কথা অস্বীকার করেন বলেও জানান শিখা। বিএনপির যুগ্ম-মহাসচিব ও দফতরের দায়িত্বে থাকা রুহুল কবির রিজভী আটক হওয়ার পর অজ্ঞাত স্থান থেকে সালাহউদ্দিন দলের কর্মসূচী ঘোষণা করে আসছেন। এ বিষয়ে জানতে চাওয়া হলে ঢাকা মহানগর পুলিশের কোন দায়িত্বশীল সূত্রই তা স্বীকার করেনি।
×