ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিদ্ধেশ্বরী কালী মন্দিরে নাশকতার আশঙ্কায় জি ডি

প্রকাশিত: ০৮:১৯, ৪ মার্চ ২০১৫

সিদ্ধেশ্বরী কালী মন্দিরে নাশকতার আশঙ্কায় জি ডি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে যে কোন মুহূর্তে নাশকতা ঘটতে পারে এমন আশঙ্কায় রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে মন্দির কর্তৃপক্ষ। যার নম্বর ১৭৪৯। মঙ্গলবার মন্দিরের সভাপতি প্রদীপ সেন এ জিডি করেন। মন্দিরের সভাপতি প্রদীপ সেন জানান, মন্দিরকে ধ্বংস করতে ও এর ভাবমূর্তি বিনষ্ট করতে একটি মহল উঠেপড়ে লেগেছে। তারা মন্দিরের বিরুদ্ধে নাশকতায় মদদ দেয়ার প্রচারণা চালাচ্ছে। চক্রটি নাশকতা করতে পারে এমন আশঙ্কায় বেশকিছুদিন ধরেই মন্দিরের পাহারায় আনসার সদস্য মোতায়েন করেছে ঢাকা মহানগর পুলিশ।মন্দিরের সভাপতি প্রদীপ সেন জানান, চক্রটির অপতৎপরতা আবারও শঙ্কার জন্ম দিয়েছে। চক্রটি মন্দিরে বিস্ফোরক দ্রব্য রেখে বা কোন নাশকতা চালিয়ে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট ও জানমালের ক্ষতি করতে পারে। এ ক্ষতির হাত থেকে মন্দিরকে রক্ষার জন্যই জিডি করা হয়েছে। অন্যদিকে ঐতিহ্যবাহী এ মন্দিরের ধ্বংসের চক্রান্ত প্রতিহত করে মন্দিরকে রক্ষার আহ্বান জানিয়েছেন প্রদীপ সেন। জিডির তদন্তকারী কর্মকর্তা রমনা থানার এসআই মোকাম্মেল ঘটনার সত্যতা স্বীকার করে জনকণ্ঠকে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আগে সেখানে আনসার মোতায়েন করা হয়েছে।
×