ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খালেদার বাড়ি থেকে পুলিশ প্রত্যাহার

প্রকাশিত: ০৭:৪৬, ২ মার্চ ২০১৫

খালেদার বাড়ি থেকে পুলিশ প্রত্যাহার

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বাড়ি থেকে পুলিশ প্রত্যাহার করা হয়েছে। রবিবার রাত ৯টার দিকে সাত সদস্যের পুলিশের দলটি গুলশানের ৭৯ নম্বর সড়কের ১ নম্বর বাসা ‘ফিরোজা’র নিরাপত্তার দায়িত্ব ছেড়ে চলে যায় রাজারবাগ পুলিশ লাইনে। বিএনপি চেয়ারপার্সনের বাসায় নিরাপত্তায় থাকা ওই পুলিশ দলের প্রধান এএসআই জহিরুল হক সাংবাদিকদের বলেন, ‘আমরা এতদিন এখানে ভিআইপি নিরাপত্তায় ছিলাম। ওপরের নির্দেশে আমাদের পুলিশ লাইনে রিপোর্ট করতে বলা হয়েছে। আমরা চলে যাচ্ছি।’ পুলিশ চলে গেলেও খালেদার বাড়ির সার্বিক নিরাপত্তায় তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরা রয়েছেন। চার বছর আগে সেনানিবাসের বাড়ি ছাড়তে বাধ্য হওয়ার পর গুলশানের এই ভাড়া বাড়িতে থাকছেন খালেদা। তবে রাজনৈতিক অস্থিরতার মধ্যে গত ৩ জানুয়ারি থেকে গুলশান ২ নম্বর সেকশনের ৮৬ নম্বর সড়কের ৬ নম্বর বাড়িতে নিজের কার্যালয়ে রয়েছেন খালেদা।
×