ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইসলামী দাওয়াতের নামে চলছে কার্যক্রম

পটুয়াখালীতে তৎপর জঙ্গী সংগঠনগুলো

প্রকাশিত: ০৭:০৭, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

পটুয়াখালীতে তৎপর জঙ্গী সংগঠনগুলো

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৩ ফেব্রুয়ারি ॥ বিএনপি-জামায়াত জোটের সরকার পতনের আন্দোলনকে সামনে রেখে পটুয়াখালীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনগুলো পুনরায় তৎপর হয়ে উঠেছে। ইসলামি দাওয়াতের নামে এ সংগঠনের সদস্যরা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা বাড়ি বাড়ি ঘুরে অপেক্ষাকৃত কম শিক্ষিত যুবক ও গরিব মহিলাদের নানারকম প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে যুক্ত করছে। প্রশাসনের তদারকির অভাবে তাদের তৎপরতা বৃদ্ধি পাচ্ছে। এসব সংগঠন নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) সঙ্গে সরাসরি সম্পৃক্ত বলে একাধিক সূত্র জানিয়েছে। সূত্র জানায়, বাউফলের কালাইয়া সুন্দরী সিনেমা হল সড়কের একটি বাসা থেকে ‘কলেমা জামায়াত’ নামের একটি সংগঠনের সদস্য পরিচয়দানকারী ৭ জন এবং দশমিনা উপজেলায় ‘হিজবুত তাওহিদ আন্দোলনের সদস্য পরিচয়দানকারী ২ জনকে আটকের পর জঙ্গীদের সংগঠিত হওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে উঠে। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে বর্তমান আওয়ামী লীগ সরকারকে বেকায়দায় ফেলতে বিএনপি-জামায়াত জোটের পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত এ সংগঠনের সদস্যরা আবারও সুসংগঠিত হওয়ার চেষ্টা করছে। এরা ইসলামের দাওয়াত দেয়ার নামে বাউফল ও দশমিনা উপজেলাসহ পটুয়াখালী জেলার বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরে ঘুরে জেহাদী বইসহ নানা প্রচারপত্র বিলি করছে। মহিলাকর্মী দিয়ে মহিলাদের এবং পুরুষকর্মী দিয়ে পুরুষদের ধর্মের দোহাই দিয়ে তাদের দলভুক্ত করছে। গত ৪ জনকে আটক করে বাউফল থানা পুলিশ। এরা প্রায় ৬ মাস ধরে বাড়ি ভাড়া নিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে তৎপরতা চালাচ্ছিল । একই বছর ৭ আগস্ট দশমিনা উপজেলা আওয়ামী লীগের নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত হোসেনকে হত্যার উদ্দেশে আসা রুহুল আমিন ও রফিক নামের দুজনকে আটকের পর তারা হিজবুত তাওহিদ নামের একটি সংগঠনের সদস্য বলে পুলিশ নিশ্চিত করে। সূত্রটি আরও জানায়, সম্প্রতি বিএনপি-জামায়াত জোটের অবরোধ ও হরতালসহ বিাভিন্ন আন্দোলন কর্মসূচীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের লোকজন যখন ব্যস্ত, ঠিক তখন ওই জঙ্গী সংগঠনগুলো নির্বিঘেœ তাদের কর্মকা- চালাতে উপকূলীয় জেলা পটুয়াখালী তাদের জন্য অধিকতর নিরাপদ মনে করে চরাঞ্চল ও অজপাড়াগাঁয়ে আস্তানা গড়ে তুলছে এবং এ কাজে তারা প্রচুর অর্থও ব্যয় করছে।
×