
ঢাকার কাওরান বাজারে ঘোরাঘুরি করছিলেন জনকণ্ঠের আলোকচিত্রী। দাফতরিক দায়িত্ব পালনের অংশ হিসেবেই তিনি সেখানে যান। হঠাৎ দেখতে পেলেন একজন বয়স্ক লোক দৌড়ে পালাচ্ছেন। তাঁর সঙ্গে কথা বলে জানা গেল, লোকটি একজন সাধারণ ব্যবসায়ী। অন্য সময়ের মতো তিনি সেদিন আড়ত থেকে এক ট্রাক মুলা কিনেছিলেন। চলমান হরতাল-অবরোধে ব্যবসায় মন্দা যাওয়ায় তিনি মুলার দাম দূরের কথা ট্রাক ভাড়াও পরিশোধ করতে পারেননি। অগত্যা আত্মরক্ষার্থে তিনি দৌড় দেন। ছবিটি তুলেছেন মাসুদুর রহমান।