ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুয়েটে ‘ওয়েস্টসেফ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

প্রকাশিত: ০৬:২০, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

কুয়েটে ‘ওয়েস্টসেফ’  শীর্ষক আন্তর্জাতিক  সম্মেলন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ‘উন্নয়নশীল দেশসমূহে পৌর বর্জ্য ব্যবস্থাপনা- ওয়েস্টসেফ’ শীর্ষক তিন দিনব্যাপী ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন সোমবার সকাল ৯টায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ওয়েস্টসেফ ২০১৫-এর চেয়ার এবং কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ইতালির প্যাডোভা ইউনিভার্সিটির প্রফেসর ড. রাফায়েলো কসু, জার্মানির বা’হস ইউনিভার্সিটি ওয়েমার প্রফেসর ড. ইকার্ড ক্রাফট্, জাপানের হোকাইদো ইউনিভার্সিটির প্রফেসর ড. তোশিহিকো মাতসুতো। অনুষ্ঠানে থিম পেপার উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব জাগরিব ও ইউনিভার্সিটি অব এ্যাপ্লাইড সায়েন্স ভেলিকা গোরিকা ক্রোয়েশিয়ার প্রফেসর ড. সানজা কালামবুরা এবং ইনভাইটেড পেপার উপস্থাপন করেন জার্মানির বা’হস ইউনিভার্সিটি ওয়েমার প্রফেসর ড. লিজ বাচুবার। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কুয়েট ভাইস-চ্যান্সেলর বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এই কনফারেন্স আশার আলো জ্বালিয়েছে। এ কনফারেন্সে উপস্থাপিত প্রস্তাবনা কাজে লাগাতে পারলে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। ওয়েস্টসেফ-২০১৫ আন্তর্জাতিক সম্মেলনে কম্বোডিয়া, চীন, ক্রোয়েশিয়া, জার্মানি, হংকং, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, নেপাল, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডের ২৫ এবং বাংলাদেশের ১২২ বিজ্ঞানী, গবেষক, প্রকৌশলী, প্রযুক্তিবিদ, শিক্ষাবিদ, পেশাজীবী ও নীতিনির্ধারক উপস্থিত হয়েছেন।
×