ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সহিংসতার প্রতিবাদে যশোরে সাংস্কৃতিক প্রতিরোধ

প্রকাশিত: ০৪:০২, ২৩ জানুয়ারি ২০১৫

সহিংসতার প্রতিবাদে যশোরে সাংস্কৃতিক প্রতিরোধ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ‘আমি ভাই স্বাধীন দেশের লোক.../ অবিচার দেখে দাঁড়াবো রুখে, গড়বোই প্রতিরোধ’ এ রকম প্রতিবাদী গান গেয়ে হত্যা ও সন্ত্রাসের প্রতিবাদ জানিয়েছে যশোরের সম্মিলিত সাংস্কৃতিক জোট। বৃহস্পতিবার বিকেলে যশোর শহরের চিত্রা মোড়ে দেশব্যাপী নৈরাজ্য, সন্ত্রাস, আগুন দিয়ে মানুষ হত্যার প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক জোট এ ‘সাংস্কৃতিক প্রতিরোধ’ অনুষ্ঠান করেছে। এ অনুষ্ঠান থেকে প্রতিবাদী গান, কবিতা আর কথামালার মাধ্যমে পেট্রোল বোমা মেরে মানুষের শরীর ‘কাবাব’ বানানোর রাজনীতির প্রতি জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। গান পরিবেশনের সঙ্গে সঙ্গে চলে আলোচনা সভা। এ সময় আলোচনা করেন প্রবীণ রাজনীতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাড. কাজী আব্দুস শহীদ লাল, চাঁদের হাট যশোরের সভাপতি জাসদের কেন্দ্রীয় সহসভাপতি মুক্তিযোদ্ধা রবিউল আলম, যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হারুর অর রশিদ, সাধারণ সম্পাদক সুকুমার দাস, উদীচী যশোরের সভাপতি ডিএম শাহিদুজ্জামান, প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদ গনি খান রিমন প্রমুখ। বক্তারা বলেন, চলমান রাজনীতিতে পেট্রোল বোমা মেরে মানুষকে পুড়িয়ে মারা একটি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। পোড়া মাংসের গন্ধে বিষাক্ত হয়ে উঠছে পরিবেশ। বেশিরভাগ ক্ষেত্রে এসব ‘রাজনৈতিক বলি’র শিকার হচ্ছে নিরীহ সাধারণ মানুষ। তাই সাংস্কৃতিক প্রতিরোধ অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে এই সহিংস রাজনীতি প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
×