ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চলচ্চিত্রে সাফায়েত খান

প্রকাশিত: ০৬:৩৭, ১৮ জানুয়ারি ২০১৫

চলচ্চিত্রে সাফায়েত খান

স্টাফ রিপোর্টার ॥ কাসেম ম-ল পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র ‘নীল দৃষ্টি’ এর শূটিং অচিরেই শুরু হতে যাচ্ছে। এ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নবাগত সাফায়েত খান অন্তরের চলচ্চিত্রাঙ্গনে অভিষেক হতে যাচ্ছে। পরিচালক সূত্রে জানা গেছে ‘নীল দৃষ্টি’ চলচ্চিত্রে একটি ব্যতিক্রম চরিত্রে অভিনয় করবেন সুদর্শন অভিনেতা সাফায়েত খান অন্তর। পরিচালক জানানÑ একজন সম্ভাবনাময় অভিনেতা সাফায়েত খান অন্তর। এ চলচ্চিত্রে অন্তরের চরিত্রটি একটি চ্যালেঞ্জিং। কারণ এ চলচ্চিত্রের গল্পের প্রয়োজনে অন্তরকে প্রেতাত্মা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এমন একটি ব্যতিক্রমী চরিত্রে অভিনয় অন্তরের জন্য একটি বিশেষ সুযোগও বটে। বিশেষ করে ডেব্যু চলচ্চিত্রেই এমন একটি চরিত্রে অভিনয় করতে পারাটাও যে কোন অভিনেতার জন্য বিশেষ সুবিধারও। কারণ প্রথম চলচ্চিত্রের মাধ্যমেই আলোচনায় আসার একটি সুযোগ তৈরি হয়। যা তাকে এই অঙ্গনে প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি সুবিধাজনক অবস্থান তৈরিতে সহায়তা করবে। এদিকে চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে কুষ্টিয়ার ছেলে সাফায়েত খান অন্তর বলেন, ‘নীল দৃষ্টি’ চলচ্চিত্রের গল্প একটি অসাধারণ গল্প। পরিচালকের কাছে এ চলচ্চিত্রের গল্প শুনেই আমি এতে অভিনয়ের জন্য রাজি হয়ে যাই। ছোটবেলা থেকেই চলচ্চিত্রে কাজ করার স্বপ্ন দেখতাম। সেই স্বপ্ন পূরণে সুযোগ দেয়ার জন্য পরিচালক কাসেম ম-লকে আমি ধন্যবাদ জানাই। সেইসঙ্গে চলচ্চিত্রের সফলতা কামনা করি। সংশ্লিষ্টদের কাছে আমি দোয়া ও আশীর্বাদ চাই। অন্তরের প্রিয় অভিনেতা সালমান শাহ, প্রিয় অভিনেত্রী ববিতা ও শাবনুর। ভবিষ্যতে তাদের মতো নামকরা অভিনেতা হতে চান অন্তর। ভাল ভাল চলচ্চিত্রে অভিনয়ে মাধ্যমে দেশের চলচ্চিত্র অঙ্গনকে সমৃদ্ধ করতে ভূমিকা রাখতে চান। প্রসঙ্গত,‘নীল দৃষ্টি’ চলচ্চিত্রে সাফায়েত খান অন্তর ছাড়াও আরও অভিনয় করবেন নবাগতা তামান্না, কাজী হায়াৎ, রেবেকা, সুব্রত, সিরাজ হায়দার, প্রবীর মিত্র প্রমুখ। এদিকে পরিচালক সূত্রে জানা গেছে ‘নীল দৃষ্টি’ চলচ্চিত্রের বেশিরভাগ গানের রেকর্ডিং হয়ে গেছে। গানগুলো অনেক সুন্দর হয়েছে। পরিচালক আশা করছেন গানগুলো শ্রোতারা পছন্দ করবেন। এ চলচ্চিত্রের বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন এ্যান্ড্রু কিশোর, মুহিন, রাজীব, নীপা ও টিনা। এর আগে ‘ক্ষণিকের ভালবাসা’ নামে একটি চলচ্চিত্র পরিচালনা করেন কাসেম ম-ল। চলচ্চিত্রটি এভারেস ব্যবসা করে।
×