ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কেউ ঠেকাতে পারবে না ॥ সেরেনা

প্রকাশিত: ০৬:১৪, ১৮ জানুয়ারি ২০১৫

কেউ ঠেকাতে পারবে না ॥ সেরেনা

স্পোর্টস রিপোর্টার ॥ বছরের শুরুটা মোটেও ভাল হয়নি। হপম্যান কাপে হেরেছেন রোমানিয়ার তারকা এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানাস্কার কাছে। রোমান এই তারকার বিরুদ্ধে ৯ ম্যাচে প্রথম হার দেখেছেন তিনি। যদিও গত বছরটা শীর্ষস্থানে থেকেই শেষ করেছেন। কিন্তু চারটি গ্র্যান্ডসøামের মধ্যে মাত্র একটিতে জিততে সক্ষম হয়েছেন বিশ্বের এক নম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। বছরের শেষ গ্র্যান্ডসøাম ইউএস ওপেন জিতে শেষ করেছেন তিনি। তবে এবার বছরের প্রথম গ্র্যান্ডসøাম জিতেই ভালভাবে শুরু করার প্রত্যয় জানিয়েছেন তিনি। ঘোষণা দিয়েছেন এবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের জন্য যে আকাক্সক্ষা আছে তেমনটা আর কারও নেই এবং অন্য কেউ সেজন্য ঠেকাতেও পারবে না তাঁকে। ২০১০ সালে সর্বশেষবার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন সেরেনা। ১৮ গ্র্যান্ডসøাম জয়ী সেরেনা অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন ৫ বার। কিন্তু ষষ্ঠ শিরোপাটি জিততে পারেননি চার বছরে। সে জন্য মনে তীব্র আকাক্সক্ষা তৈরি হয়েছে এবার। হতাশা থেকে সৃষ্টি হয়েছে তীব্র বাসনা। আর সেটার সঙ্গে আর কোন খেলোয়াড়েরর মনোবাসনাটা মিলবে না কোনভাবেই। এ বিষয়ে সেরেনা বলেন, ‘আমি এখন ষষ্ঠ শিরোপার জন্য কয়েক বছর পর আবার নামছি। এতদিন ধরে অপেক্ষাটা অবশ্যই আমার জন্য বিশেষ কিছু। আমি এখানে আবার একই লক্ষ্য নিয়ে নামতে এসে খুবই সন্তুষ্ট। আমি এটা চাই। আমার মনে হয় অন্য যে কারও চেয়ে আমার চাওয়াটা অনেক বেশি তীব্র। যদিও এটা এমন কিছু প্রমাণ করে না যে আমিই পেতে যাচ্ছি। সে জন্য আমাকে যথেষ্ট প্রচেষ্টা চালাতে হবে।’ গত বছরটা দারুণ কেটেছে সেরেনার। টানা তৃতীয় বছরের মতো শীর্ষ খেলোয়াড় হিসেবে বছর শেষ করেছেন। জিতেছেন ইউএস ওপেন এবং ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপ। আরেকটি গ্র্যান্ডসøাম জিতলেই তিনি সর্বকালের সর্বাধিক গ্র্যান্ডসøাম জয়ের ক্ষেত্রে এককভাবে দুই নম্বরে থাকবেন। সাবেক জার্মান তারকা স্টেফিগ্রাফ সর্বাধিক ২২ গ্র্যান্ডসøাম জিতেছেন। এখন ১৮ গ্র্যান্ডসøাম জিতে যৌথভাবে ক্রিস এভার্ট ও মার্টিনা নাভ্রাতিলোভার সঙ্গে দ্বিতীয় স্থানে আছেন সেরেনা। ৩৩ বছর বয়সী সেরেনার এখন একমাত্র লক্ষ্য স্টেফিগ্রাফকে ছোঁয়ার। এ বিষয়ে তিনি বলেন, ‘২২ গ্র্যান্ডসøাম এখনও অনেক দূরের পথ। যখন কেউ ১৮ বছর বয়সী হয় তখন এমন একটি লক্ষ্য নিয়ে হয়ত শুরু করা যায়। তাই এ পর্যায়ে এটা বেশ দূরেই আছে। আমি এখন শুধু এখানে জয়ের দিকেই তাকিয়ে আছি।’ গত বছর বেশ আগেভাগেই এ আসর থেকে বিদায় নিয়েছিলেন তিনি আনা ইভানোভিচের কাছে হেরে।
×