ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ অর্থনীতি সমিতি

ড. আশরাফ উদ্দিন সভাপতি ড. জামাল উদ্দিন সম্পাদক নির্বাচিত

প্রকাশিত: ০৫:১৩, ১৩ জানুয়ারি ২০১৫

ড. আশরাফ উদ্দিন সভাপতি ড. জামাল উদ্দিন সম্পাদক নির্বাচিত

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ অর্থনীতি সমিতির ২০১৫-২০১৬-এর নির্বাচনে অধ্যাপক ড. আশরাফ উদ্দিন চৌধুরী ও ড. জামাল উদ্দিন আহমেদ-এর প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করে। এতে ৮৩১ ভোট পেয়ে সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. আশরাফ উদ্দিন চৌধুরী আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ড. জামাল উদ্দিন আহমদ। এ ছাড়াও সদস্য হিসেবে সর্বোচ্চ ৮১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত। রবিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোঃ জয়নাল আবেদীন। নির্বাচনে ১০৭১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মোঃ হানিফ, অধ্যাপক ড. এ কে মনোওয়ার উদ্দীন আহমদ, অধ্যাপক মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া, এ এফ মুজতাহিদ ও অধ্যাপক ড. মোহাম্মদ মামুন। কোষাধ্যক্ষ হন মোঃ মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক নির্বাচিত হন ড. মোঃ লিয়াকত হোসেন মোড়ল। এছাড়া সহসম্পাদক হয়েছেন- শাহনারা বেগম, মেহেরুন নেছা, মীর হাসান মোহাঃ জাহিদ, শেখ আলী আহমেদ ও সুকুমার ঘোষ। একই প্যানেলের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত, অধ্যাপক ড. মোঃ মোয়াজ্জেম হোসেন খান, অধ্যাপক মোঃ সাইদুর রহমান, ড. নাজমুল বারী, অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম, সুভাস কুমার সেনগুপ্ত, অধ্যাপক অজয় কুমার বিশ্বাস, আমিরুল ইসলাম, ড. মোঃ মোরশেদ হোসেন, মোঃ হাবিবুল ইসলাম, একেএম ইছমাইল, মোঃ জাহাঙ্গীর আলম সৈয়দ এসরারুল ইসলাম ও পার্থ সারথী ঘোষ।
×