
ছবিঃ সংগৃহীত
পঞ্চগড় জেলা শহরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাবেদ উমর জয় (১৯) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো শহর। বৃহস্পতিবার (৭ আগস্ট) পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এই অবরোধ চলাকালে শিক্ষার্থীরা সড়কে বাঁশ ফেলে যান চলাচল বন্ধ করে দেন। এতে করতোয়া সেতু থেকে মিলগেট বাজার এবং চৌরঙ্গী মোড় থেকে তেঁতুলিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন এবং দাবি জানান খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির।
জানা গেছে, বুধবার (৬ আগস্ট) রাত ৯টার দিকে পঞ্চগড় শহরের সিনেমা হল মার্কেট এলাকায় জাবেদ উমর জয় ছুরিকাঘাতের শিকার হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু পথেই তার মৃত্যু হয়। নিহত জয় জেলার পুরাতন ক্যাম্প এলাকার জহিরুল হকের ছেলে এবং ছাত্রদলের ২ নম্বর ওয়ার্ড শাখার কর্মী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটে। নতুনবস্তি এলাকার আল-আমিন, পারভেজসহ আরও কয়েকজন এই হামলায় সরাসরি জড়িত বলে অভিযোগ উঠেছে।
অবরোধ চলাকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করেন। তিনি জানান, ইতোমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের ধরতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চলছে। খুব শিগগিরই সবাইকে আইনের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেন তিনি।
মারিয়া