ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

জুলাই সনদ ঘোষণার পাশাপাশি নির্বাচনের তারিখ ঘোষণা দিন: গয়েশ্বর চন্দ্র

কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৬, ৫ আগস্ট ২০২৫

জুলাই সনদ ঘোষণার পাশাপাশি নির্বাচনের তারিখ ঘোষণা দিন: গয়েশ্বর চন্দ্র

দেশের মানুষ সংস্কার নয়, দ্রুত ও সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন চায়। তাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, জুলাই সনদ ঘোষণার পাশাপাশি নির্বাচনের সুনির্দিষ্ট তারিখও ঘোষণা দিতে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয় বর্ষপূর্তি উপলক্ষে কেরানীগঞ্জে আয়োজিত বিজয় র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র আরও বলেন, “ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে। গত ১৬ বছর দেশের মানুষ বাকস্বাধীনতা পায়নি। আওয়ামী লীগ সরকার মানুষের মুখ বন্ধ করে রেখেছিল। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া আমাদের মূল লক্ষ্য। গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন, নতুবা জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে।”

তিনি বলেন, “গণতন্ত্রের লড়াইয়ে বিগত দিনে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা করা হয়েছে। তারপরও তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। তার আদর্শই জাতীয়তাবাদী শক্তির মূল প্রেরণা। শহীদ জিয়াউর রহমানের জীবনাদর্শ, দেশের প্রতি তার ভালোবাসা ও আত্মত্যাগ বর্তমান প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল মোল্লা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক হাজী মাসুম আলম, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লাসহ অনেকে।

মিমিয়া

×