
পটুয়াখালীর কলাপাড়ায় কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে তিনটি অবৈধ ট্রলিং বোটসহ ৯ জন জেলেকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে নিষিদ্ধ ৯টি বেহুন্দি জাল। কোস্টগার্ড নিজামপুর স্টেশন ও মৎস্য বিভাগের সমন্বয়ে পরিচালিত অভিযানে বুধবার দিবাগত মধ্যরাতে খাপড়াভাঙা নদীর আমখোলা স্পট থেকে দুইটি আর্টিসনাল ট্রলিং বোটসহ আট জেলেকে আটক করা হয়। এসময় বোট থেকে ৯ পিস বেহুন্দি জাল উদ্ধার করা হয়।
অন্যদিকে, আরেকটি অভিযানে ভোলার চরফ্যাশন উপজেলার ডালিরহাট বাজার সংলগ্ন এলাকা থেকে একটি ট্রলিং বোট ও এক জেলেকে আটক করে কোস্টগার্ড। বৃহস্পতিবার বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত আর্টিসনাল ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয়। পরে ট্রলিং বোট, জাল ও আটক জেলেদের চরফ্যাশন ও কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য। মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শেখ ফরিদ