ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

পটুয়াখালীর মির্জাগঞ্জে চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতা

প্রকাশিত: ২২:১২, ৩১ জুলাই ২০২৫

পটুয়াখালীর মির্জাগঞ্জে চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতা

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জে চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। 

বৃহস্পতিবার (৩১ জুলাই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে মাধবখালী ইউনিয়নের কাঠালতলী বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ শাহাদাত হোসেন (৪০) উপজেলার মাধবখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কাঠালতলী গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঠালতলী এলাকার সরোয়ার হোসেনের নিকট পাঁচ হাজার, ব্যবসায়ী খুশি আক্তার  ও দফাদার মোঃ শফিকুল ইসলামের দোকানে তালা মেরে  চাঁদা দাবি করে আসছিলেন স্বেচ্ছাসেবকদল সভাপতি মোঃ শাহাদাত হোসেন।

এছাড়াও তিনি কাঠালতলী ইউনিয়ন পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আমিনুল ইসলামের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও মসজিদের ৫০০ কেজি রড জোরপূর্বক নিয়ে যান। পরে আমিনুল ইসলাম তার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

বুধবার রাত ১১টার দিকে কাঠালতলী এলাকায় অভিযান চালিয়ে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা  কাঠালতলী বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নজরুল ইসলাম জানান, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে শাহাদাত হোসেনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
 

শেখ ফরিদ

×