ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

ময়মনসিংহে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে অন্তত ১৫ শ্রমিক আহত, ৬ সদস্যের কমিটি গঠন 

 নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ

প্রকাশিত: ২২:০৮, ৩১ জুলাই ২০২৫; আপডেট: ২২:১২, ৩১ জুলাই ২০২৫

ময়মনসিংহে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে অন্তত ১৫ শ্রমিক আহত, ৬ সদস্যের কমিটি গঠন 

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে কমপক্ষে ১১ শ্রমিক আহত হয়েছেন। আহতদের  উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। ভবনের ছাদ ধসের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আহতরা হলেন রব্বানী (৩০), বাদশা (৩০), শাহীন (২১), ফাহিম (১৭), রাকিব (২৫), মারুফ (২০), হয়রত (৩৫), মুকুল (২৩), লাদেন (২০), নুর মোহাম্মদ (৩৮) ও মুঞ্জুরুল (২৮)। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ‘বিদ্রোহী’ ছাত্রাবাসের পাশে একটি ১০ তলা ছাত্রাবাস  নির্মিত হচ্ছে। নির্মাণাধীন ছাত্রাবাসের নিচতলায় বারান্দার ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন শ্রমিকেরা। সকালে থেকে ঢালাইয়ের কাজ চলছিল। বিকেলে বিকট শব্দে ধসে পড়ে পুরো ছাদ। এসময় কমপক্ষে অন্তত ১১ শ্রমিক আহত হন।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) এস এম জিয়াউল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, নির্মাণাধীন ছাত্র হলের ছাদ ধসে যাওয়ার ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকেও চিঠি দেয়া হবে।

রাজু

×