ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

চাটমোহরে ব্যাংক ম্যানেজারসহ ৫ কর্মচারীকে বেদম পেটালেন যুবদল নেতা

নিজস্ব সংবাদদাতা,চাটমোহর,পাবনা

প্রকাশিত: ২২:০৭, ৩১ জুলাই ২০২৫

চাটমোহরে ব্যাংক ম্যানেজারসহ ৫ কর্মচারীকে বেদম পেটালেন যুবদল নেতা

পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন শাখা কৃষি অফিসে দলবল নিয়ে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে লোকমান হোসেন নামের এক যুবদল নেতার বিরুদ্ধে। এসময় হামলাকারীদের আক্রমণে কৃষি ব্যাংক শাখা ম্যানেজারসহ অন্তত ৫ জন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরের দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়ন কৃষি শাখা অফিসে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবদল নেতা ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এবং ঐ এলাকার রমজান আলীর ছেলে।

ঘটনার বিষয়ে অসুস্থ ফৈলজানা ইউনিয়ন কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো: শামসুদ্দিন জানান, অভিযুক্ত লোকমান হোসেন আমার এই শাখা ব্যাংকের একজন ঋণখেলাপি সদস্য। তিনি বেশ কয়েক বছর আগে তিন লাখ টাকা ঋণ নিয়ে শুধু ২০ হাজার দিয়ে আর কোনো টাকা দেননি। তার কাছে ব্যাংকের কর্মীরা গেলে টাকা দিবে না এবং নানা ভাবে প্রাণনাশের হুমকি দেয়। কিছুদিন আগে আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি অবহিত করলে তাদের নির্দেশ মোতাবেক আমরা তার বিরুদ্ধে ঋণখেলাপির একটা মামলা করি।

আর এই মামলার নোটিশ হাতে পেয়েই তিনি ক্ষিপ্ত হয়ে ৮-১০ জন লোক নিয়ে আজ আমাদের অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। এসময় তিনি অফিসের সকল নথিপত্র দেখতে চান। আমরা তার এমন কর্মকাণ্ডে প্রাণভয়ে অফিস থেকে বের হওয়ার জন্য চেষ্টা করি। তাতেও তারা বাধা দিয়ে অফিসের মধ্যে লাঠি দিয়ে সবাইকে বেদম পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় আমি চাটমোহর থানায় এসে একটি লিখিত অভিযোগ দিয়েছি।

ঘটনার বিষয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক হোসেন বলেন, বিষয়টি আমি আপনার নিকট থেকেই জানলাম। আমাদের দলের কোনো নেতা যদি এমন কর্মকাণ্ড করে থাকে তবে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনজুরুল আলম জানান, ঘটনাটি জানার পরেই সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি, অবশ্যই অপরাধীকে আইনের আওতায় আনা হবে।

এ বিষয়ে অভিযুক্ত ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক লোকমান হোসেনের বক্তব্য নেওয়ার জন্য তার ফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায় বলে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আফরোজা

×