
কাউনিয়ায় টেপামধুপুর ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমেদের দাফন সম্পন্ন কাউনিয়ায় টেপামধুপুর ইউনিয়নের বিনোদ মাঝি গ্রামে চাচা মহির উদ্দিনের ছুরিকাঘাতে নিহত ভাতিজা হুমায়ুন আহমেদ (২৫) এর দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় টেপামধুপুর আউলিয়া আলিম মাদ্রাসা মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়েছে।
পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বিনোদন মাঝি গ্রামের বাসিন্দা মোফাজ্জল হোসেনের পুত্র চাচা মহির উদ্দিনের সাথে জমি বন্ধক নেওয়া কে কেন্দ্র করে ভাই জহুরুল হকের পুত্র ভাতিজা হুমায়ুন আহমেদ (২৫) এর বিরোধ হয়। গত ২৩ শে জুলাই জমি বন্ধক নেওয়া কে কেন্দ্র করে ভাতিজার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচা মহির উদ্দিনের ছুরিকাঘাতে ভাতিজা টেপামধুপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবি গুরুতর আহত হয়। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে ওই রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় শারিরীক অবস্থার আরো অবনতি ঘটলে তাকে পরদিন ২৪ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আটদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর গতকাল বুধবার সকালে মারা যায়। হুমায়ুন আহমেদের লাশ বুধবার রাতে গ্রামের বাড়িতে পৌছিলে এক হৃদয় বিদারক দৃর্শ্যর অবতারণ হয়। পরিবারের লোকজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় বিএনপি ও ছাত্রদলের নেতা কর্মীরা তার দেখতে তার বাড়িতে ছুটে যান।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা গ্রহন করা হয়েছে। মামলা নং ১২ তাং ৩০-০৭-২০২৫ ইং। আসামি গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
রাজু