
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং তাদের ওষুধ প্রদানসহ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত ধাপেরহাটের শাহ আজগর আলী ডিগ্রি কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই পুনর্জাগরণ উপলক্ষে এই ক্যাম্পেইনে রক্তের গ্রুপও নির্ণয় করা হয়।
এতে ১৫ জন চিকিৎসক ও স্বাস্থ্য সহকারীসহ ৪৫ জন সেবা প্রদান করেন। এ সময় বিভিন্ন এলাকা থেকে পাঁচ শতাধিক রোগী সেবা গ্রহণ করেছেন।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল হাসান সোহাগ। এছাড়া পরিদর্শনে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিনুল ইসলাম মন্ডল।
আরও উপস্থিত ছিলেন - এনসিপি সাদুল্লাপুর উপজেলার প্রধান সমন্বয়ক এ আর আতিক, গাইবান্ধা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম আকাশ, উপজেলা এনসিপির সদস্য মোজাহিদ মিয়া, সুজন মিয়া, আব্দুর রহিম, আমিনুল ইসলামসহ অনেকে।
এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল হাসান সোহাগ বলেন, এই ক্যাম্পেইনের মাধ্যমে জানাতে চাই যে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের যে-সব ছাত্র-জনতার তাজা রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেটা তারা অক্ষুণ্ন রাখতে প্রয়োজনে বারবার রক্তদান করবেন। এরই অংশ হিসেবে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য আজকের এই কর্মসূচি। আগামীতেও বিভিন্ন সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে এনসিপি।
রাজু