ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ 

প্রকাশিত: ১৫:১৫, ৩০ জুলাই ২০২৫; আপডেট: ১৫:১৬, ৩০ জুলাই ২০২৫

কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

ছবি: দৈনিক জনকন্ঠ।

দেশের প্রায় ৬০ হাজার কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ কোটি শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৩০ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে বাংলাদেশ কিন্ডারগার্টেন ও বেসরকারি ঐক্য পরিষদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ  কর্মসূচি পালিত হয়।

এর আগে জেলা ও উপজেলা থেকে বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নিতে জড়ো হয়।

বাংলাদেশ কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুল ঐক্য পরিষদের জেলা কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহম্মেদ দাদাভাই, মাহবুবুর রহমান রিপন, সদস্য সচিব আনোয়ার হোসেন মেনন, সদস্য কাওছার আহমেদ রাজু প্রমুখ। 

এছাড়াও কর্মসূচিতে অংশ নিয়ে দাবির প্রতি  সংহতি প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলী এবং বাংলাদেশ বেসরকারি কিন্ডারগার্টেন  অ্যাসোসিয়েশনের আইন বিষয় সচিব এডভোকেট শাহ আশ্রাফ উদ্দিন দুলাল।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘প্রাতিষ্ঠানিক বৃত্তি নয়, আমরা চাই প্রকৃত মেধার মূল্যায়ন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমানভাবে অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের সোনার বাংলায় কোনো বৈষম্যের ঠাঁই নেই। জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্য চলবে না।’

বক্তারা আরও বলেন, কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিকগুলো দেশের শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও ২০২৫ সালে অনুষ্ঠাতব্য বৃত্তি পরীক্ষায় এ সকল স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের বাইরে রাখা হচ্ছে। এটি চরম বৈষম্য। আমরা এর অবসান চাই। কেননা, বৃত্তি শুধু মাত্র একটি আর্থিক অনুদান নয়-এটি একটি শিশুর আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি এবং শিক্ষাগত অগ্রগতির অনুপ্রেরণা। তাই প্রাথমিক শিক্ষায় অংশীজন হিসেবে এসব কোমলমতি শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করতে সরকারের সু-দৃষ্টি দানের জোর দাবি জানিয়েছেন তারা। 

মিরাজ খান

×