ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

কোটচাঁদপুরে বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিতে মানববন্ধন

আকিমুল ইসলাম সাজু, কন্ট্রিবিউটিং রিপোর্টার, কোটচাঁদপুর, ঝিনাইদহ 

প্রকাশিত: ১৫:০১, ৩০ জুলাই ২০২৫; আপডেট: ১৫:০২, ৩০ জুলাই ২০২৫

কোটচাঁদপুরে বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিতে মানববন্ধন

ছবি: দৈনিক জনকন্ঠ।

সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দাবি করে “বৈষম্য নয়, সাম্য চাই”—এই স্লোগানে কোটচাঁদপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়। বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় কোটচাঁদপুর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধন চলে।

উপজেলার ১১টি কিন্ডারগার্টেন স্কুলের চতুর্থ ও পঞ্চম শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবক ফেস্টুন হাতে মানববন্ধনে অংশ নেন।

কোটচাঁদপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি শাহজাহান আলী বলেন,

“২০২২ সালেও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে এবং সাফল্য অর্জন করেছে। এবছর যদি সেই সুযোগ না দেওয়া হয়, তাহলে তা শিশুদের মনোবল ভেঙে দেবে ও ভবিষ্যতের শিক্ষা জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে।”

সংগঠনের সাধারণ সম্পাদক তারিকুল বাসার খন্দকার বলেন,

“আমরা বৈষম্য নয়, সাম্য চাই। সরকারি ও বেসরকারি—সব শিক্ষার্থীর জন্যই মেধা যাচাইয়ের সমান সুযোগ থাকা উচিত।”

অভিভাবকরাও জানান, তাদের সন্তানরা সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে তা চরম বঞ্চনা হবে। সকলেই দ্রুত এই বৈষম্য দূর করে সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধন শেষে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মিরাজ খান

×