
ছবি: সংগৃহীত
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর সামছুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী নিঝুম খাতুন (১৫) নিখোঁজ হওয়ার চার মাস পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ মেলেনি। নিঝুমের পরিবার চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছে। জীবিত না মৃত—এই অনিশ্চয়তায় তারা থানার দ্বারে দ্বারে ঘুরলেও এখনো কোনো ফল মেলেনি। পুলিশ বলছে, তারা উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
জানা গেছে, মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের হযরত আলী ও গৃহিণী তাসলিমা খাতুনের মেয়ে নিঝুম গত ১৩ মার্চ, ২০২৫ তারিখে নিখোঁজ হন। এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মহেশপুর থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার প্রধান আসামি রাখালভোগা গ্রামের মো. কামাল ডাক্তারের ছেলে মো. জিমকে গ্রেপ্তার করলেও তার কাছ থেকে কোনো তথ্য উদ্ধার করতে পারেনি পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাহাবুর রহমান জানান, নিঝুম উদ্ধারে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনুসন্ধান অব্যাহত আছে এবং অল্প সময়ের মধ্যেই তাকে উদ্ধারের আশা করছেন।
তবে নিঝুমের মা তাসলিমা খাতুন অভিযোগ করেন, একজন আসামি গ্রেপ্তার হলেও অন্যরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাদের আটক করছে না। তিনি বলেন, ‘আমি র্যাব, পুলিশ, প্রশাসন—সব জায়গায় দৌঁড়েছি, কিন্তু আমার মেয়ের কোনো সন্ধান পাইনি। এখন শুধু আশায় বুক বেঁধে আছি।’
এদিকে এলাকাবাসীও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন কিশোরী চার মাস ধরে নিখোঁজ, অথচ পুলিশ প্রশাসনের পদক্ষেপ আশানুরূপ নয়। তারা অবিলম্বে নিঝুম খাতুনকে উদ্ধারে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।
রাকিব