ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নিরাপদ সড়ক বিষয়ক ক্যাম্পেইন

নাছরুল্লাহ আল কাফী, পিরোজপুর

প্রকাশিত: ১৭:০৪, ১৬ জুলাই ২০২৫

পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নিরাপদ সড়ক বিষয়ক ক্যাম্পেইন

ছবিঃ সংগৃহীত

পিরোজপুরে জুলাই শহীদ দিবস এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে নিরাপদ সড়ক বিষয়ক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে পিরোজপুর বিআরটিএ-এর আয়োজনে বাস টার্মিনালে ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়।

ক্যাম্পেইনে লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আনোয়ার।

জেলা বিআরটিএ-এর সহকারী পরিচালক মাহফুজ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী মাসুম, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ মনিরুজ্জামান মনির, মোটরযান পরিদর্শক তাজুল ইসলাম, আলিফ আহাম্মেদ রাজিব প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, জুলাই শহীদ দিবস এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে নিরাপদ সড়ক বিষয়ক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে। গত বছর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে পিরোজপুর জেলায় পাঁচজন শহীদ হয়েছেন। এদের মধ্যে তিনজন বাস চালক, হেলপার ও সিএনজি চালক। সড়কের নিরাপদ চলাচলের জন্যই জুলাই গণঅভ্যুত্থান ক্যাম্পেইনের লিফলেট বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

এর আগে হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়।

ইমরান

×