
ছবিঃ সংগৃহীত
ঢাকার ধামরাইয়ে চাঁদাবাজির মামলায় মোঃ মতলেব হোসেন (৫৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে এবং ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছে।
বুধবার (১৬ জুলাই) সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে (১৫ জুলাই) দিনগত রাতে পুলিশ অভিযান চালিয়ে সূয়াপুর ইউনিয়নের শিয়ালকুল এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম।
মতলেব হোসেন উপজেলার সূয়াপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার। তিনি শিয়ালকুল এলাকার মৃত শুকরা মাঝির ছেলে।
মামলার আসামিরা হলেন সূয়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজ রহমান শিমুল, ইউপি সদস্য মোঃ মতলেব হোসেন ও মোঃ শাহীনসহ ১০/১২ জন অজ্ঞাত। তারা সকলেই সূয়াপুর ইউনিয়নের বাসিন্দা।
মামলার সূত্রে জানা যায়, সূয়াপুর ইউনিয়নের দেলধা গ্রামের মজিবর রহমান দেলধা মৌজায় সরকারি ৬৩ শতাংশ জমি লিজ নিয়ে ভোগদখলে ছিলেন। গত ২৭/০১/২৫ ইং তারিখে সেই জমিতে মাহফুজ রহমান শিমুল রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে তার লোকজন নিয়ে গিয়ে সাইনবোর্ড লাগিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু মজিবর তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
এছাড়া, এলাকার বিভিন্ন মানুষের জমি ক্রয়-বিক্রয় ও ভবন নির্মাণ এবং সাধারণ মানুষকে রাজনৈতিক মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায় করতেন তারা। তাদের ভয়ে কেউ মামলা করতে সাহস পেত না।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, সূয়াপুর এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিমুল, ইউপি সদস্য মতলেব এবং শাহীন সাধারণ মানুষের কাছে বিভিন্ন সময়ে চাঁদা দাবি করে আসছিলেন। তারই আলোকে থানায় একটি মামলা হয়েছে। সেই মামলায় আসামি সূয়াপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মতলেবকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ইমরান