ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা

রমনায় দ্য ওয়েসিস অ্যাট ইস্পাহানী কলোনীতে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ১১:১৭, ১৪ জুলাই ২০২৫

রমনায় দ্য ওয়েসিস অ্যাট ইস্পাহানী কলোনীতে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

সংগৃহীত প্রতীকী ছবি

রাজধানীর রমনার "দ্য ওয়েসিস অ্যাট ইস্পাহানী কলোনী"র একটি বাসা থেকে সুফিয়া (১০) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোর সাড়ে চারটার দিকে রমনা থানা পুলিশ লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম জানান, নিহত সুফিয়ার বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়, তার বাবার নাম জামাল উদ্দিন। আজ ভোরে খবর পেয়ে রমনা আদ-দ্বীন হাসপাতাল সংলগ্ন ওই কলোনির একটি বাসার নবম তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি জানান, সুফিয়া বাথরুমের ভেতর থেকে দরজা বন্ধ করে ঝর্ণার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিল। পরে কৌশলে দরজা খুলে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

এসআই জাহিদুল ইসলাম আরও জানান, সুফিয়া গত আট মাস ধরে ওই বাসায় কাজ করছিল, যেখানে একটি চিকিৎসক পরিবার বাস করে। গতকাল রোববার বাসার গৃহকর্তা ও গৃহকর্ত্রী কক্সবাজার বেড়াতে যান। এ সময় বাসিয়া মোট তিনজন গৃহকর্মী, একজন গাড়ি চালক এবং গৃহকর্তার এক মেয়ে ছিলেন। ভোরে তারাই বাথরুমের দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে একপর্যায়ে থানায় খবর দেওয়া হয়।

প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।

সাব্বির

×