ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

"সোহাগ এখন শহিদ" বলছে রাসুল (সা.)-এর হাদিস, গর্জে উঠছে জনতা

প্রকাশিত: ০০:৪৯, ১২ জুলাই ২০২৫

সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় নির্মমভাবে খুন হন মো. সোহাগ নামের এক তরুণ ব্যবসায়ী। দিনের আলোয়  ফেলে প্রকাশ্য রাস্তায় পাথর দিয়ে পিটিয়ে হত্যা করা হয় তাকে। হৃদয়বিদারক এ হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশের নানা প্রান্তে চলছে প্রতিবাদ-বিক্ষোভ।

এই জঘন্য হত্যার বিরুদ্ধে শুধু আইনি বিচার নয়, ধর্মীয় অবস্থান থেকেও জনসাধারণ বিশেষ করে শিক্ষার্থী সমাজ রুখে দাঁড়িয়েছে। তাঁরা বলছেন, সোহাগের অপরাধ ছিল একটিই "সে অন্যায়ের কাছে মাথা নত করেনি।" তাই সে শহিদের মর্যাদার যোগ্য।

এই প্রসঙ্গে ইসলামের এক চিরন্তন নীতিকে সামনে নিয়ে এসেছে শিক্ষার্থীরা। তাঁরা রাসুলুল্লাহ (সা.)-এর একটি হাদিস উল্লেখ করেন, যা সহিহ মুসলিম শরিফে বর্ণিত।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত,এক ব্যক্তি রাসুল (সা.)-এর কাছে এসে জানতে চাইল,

“হে আল্লাহর রাসুল! কেউ যদি আমার সম্পদ ছিনিয়ে নিতে চায়, আমি কী করব?”

  • রাসুল (সা.) বললেন, “তুমি তাকে তোমার সম্পদ নিতে দেবে না।”
  • সে বলল, “যদি সে আমার সঙ্গে মারামারি করে?”
  • রাসুল (সা.) বললেন, “তুমি তার সঙ্গে লড়বে।”
  • সে বলল, “যদি সে আমাকে হত্যা করে?”
  • রাসুল (সা.) বললেন, “তাহলে তুমি শহিদ।”
  • সে বলল, “আর যদি আমি তাকে হত্যা করি?”
  • রাসুল (সা.) বললেন, “সে জাহান্নামে যাবে।”

 — মুসলিম, হাদিস: ২৫৭

‘সোহাগ ভাই শহিদ’— শিক্ষার্থীদের ঘোষণা শুক্রবার (১১ জুলাই) কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, গাজীপুর, ময়মনসিংহ ও চট্টগ্রামের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে এই হাদিস তুলে ধরেন শিক্ষার্থীরা। তাঁরা বলেন, “সোহাগ ভাই শুধু একজন ব্যবসায়ী ছিলেন না, তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক সাহসী প্রতিরোধ। তার রক্ত আমাদের চোখে শহিদের রক্ত।”

তাঁরা আরও বলেন, "সোহাগ ভাই ইসলামি দৃষ্টিকোণেও শহিদের মর্যাদার উপযুক্ত। তার সাহস ও প্রতিবাদ আজ আমাদের পথ দেখাচ্ছে। এ হত্যার ন্যায়বিচার শুধু সোহাগের জন্য নয়, বরং আমাদের ভবিষ্যতের জন্য জরুরি।”

হ্যাপী

×