ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

সহানুভূতিশীল সমাজ গড়তে সামর্থ্যবানদের এগিয়ে আসতে হবে: অধ্যাপক মাজেদুর রহমান

সুদীপ্ত শামীম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

প্রকাশিত: ১৩:১৮, ৮ জুলাই ২০২৫; আপডেট: ১৩:২০, ৮ জুলাই ২০২৫

সহানুভূতিশীল সমাজ গড়তে সামর্থ্যবানদের এগিয়ে আসতে হবে: অধ্যাপক মাজেদুর রহমান

গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান বলেছেন, ‘মানবতার কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। সমাজে এখনো অনেক মানুষ রয়েছে, যারা ন্যূনতম সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।’

সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ গ্রামে মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে বিধবা রেজিয়া বেওয়ার বাড়িতে নলকূপ স্থাপন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক মাজেদুর রহমান সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এবং গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ছিলেন।

অধ্যাপক মাজেদুর রহমান বলেন, ‘এই উদ্যোগ একক নয়, এটি একটি চলমান কাজ। ইনশাআল্লাহ, পর্যায়ক্রমে আরও গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত থাকবে। ফাউন্ডেশনটি মানবতার কল্যাণে কাজ করতেই প্রতিষ্ঠিত হয়েছে।’

তিনি বলেন, ‘সুপেয় পানির জন্য একটি নলকূপ স্থাপন হয়তো ক্ষুদ্র উদ্যোগ, কিন্তু এর মাধ্যমে কয়েকটি পরিবার উপকৃত হবে, নিরাপদ পানি পাবে—এটাই বড় কথা। সমাজের সামর্থ্যবানরা যদি এগিয়ে আসেন, তবে একটি সহানুভূতিশীল সমাজ গড়ে তোলা সম্ভব। আমরা সেই মানবিক সমাজ গড়ার পথে হাঁটছি—ধীরে হলেও থেমে নেই।’

অধ্যাপক মাজেদুর রহমান আরও বলেন, ‘মাওলানা আব্দুল আজিজ ছিলেন আধুনিক সুন্দরগঞ্জের উন্নয়নের রূপকার। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সড়ক, শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠানসহ এ অঞ্চলের সার্বিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শকে ধারণ করেই প্রতিষ্ঠিত হয়েছে এই ফাউন্ডেশন।’

কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু। তিনি বলেন, ‘মানুষের মৌলিক চাহিদা পূরণে যারা কাজ করেন, তারাই প্রকৃত সমাজসেবক। আমাদের প্রত্যাশা, এই মানবিক কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন সজিব, দপ্তর সম্পাদক আরাফাত হোসাইন, প্রকাশনা সম্পাদক তকদীর আলী, প্রচার সম্পাদক সাগর মিয়া, নির্বাহী পরিষদের সদস্য সোহান ইসলাম প্রমুখ।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, আনুষ্ঠানিকভাবে এই নলকূপ বিতরণ ও স্থাপনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন গ্রামে আরও নলকূপ স্থাপন করা হবে। এছাড়াও ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য, শিক্ষা ও জরুরি সহায়তা কার্যক্রম ইতোমধ্যে চালু রয়েছে।
 

তাসমিম

×