ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান স্মরণে ভোলায় বিএনপির রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি

হাসিব রহমান, ভোলা

প্রকাশিত: ১৫:৫৮, ৩ জুলাই ২০২৫; আপডেট: ১৫:৫৯, ৩ জুলাই ২০২৫

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান স্মরণে ভোলায় বিএনপির রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি

ছবি: জনকণ্ঠ

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান স্মরণে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ভোলায় স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি পালন করা হয়েছে।
 ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)–এর ভোলা জেলা শাখার আয়োজনে আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১০টায় জেলা বিএনপি কার্যালয়ে এই কর্মসূচির  উদ্বোধন করেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর । 


এ সময় ড্যাব এর কেন্দ্রীয় সহ-সভাপতি সভাপতি ডাঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরন, এনামুল হক, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন,ভোলা জেলা ড্যাব-এর সভাপতি ডাঃ শরিফ আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোনতাসির আলম রবিন চৌধুরী সহ স্থানীয় নেতৃবৃন্দ । এই কর্মসূচিতে অনেকেই স্বেচ্ছায় রক্তদান করেন ও ব্লাড গ্রুপিং করেছেন। রক্তদান কর্মসূচিতে বিএনপিসহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। 

সাব্বির

×