ঢাকা, বাংলাদেশ   রোববার ২৯ জুন ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২

সাভারে বন্ধুর হাতে বন্ধু খুন

নিজস্ব সংবাদদাতা, সাভার

প্রকাশিত: ০০:০৯, ২৯ জুন ২০২৫

সাভারে বন্ধুর হাতে বন্ধু খুন

ছবি: সংগৃহীত

সাভারে ছুরিকাঘাতে আহত রুহুল আমিন (২৫) নামের এক রিকশাচালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৮ জুন) রাত ৮টার দিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত রুহুল সাভার পৌর এলাকার বিনোদবাইদ মহল্লার বাসিন্দা টুকু মিয়ার ছেলে।

পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, শুক্রবার জুমার নামাজের পর বন্ধু শামীম তাকে বাসা থেকে ডেকে কামাল রোডের কাঠপট্টি এলাকায় নিয়ে যায়। সেখানে হঠাৎ করেই শামীম ধারালো ছুরি দিয়ে রুহুলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে একদিন পর শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযুক্ত শামীমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আসিফ

×