
ছবি: দৈনিক জনকণ্ঠ।
গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে পশু হাসপাতাল সংলগ্ন সড়কের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা স্থানীয়দের জন্য ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন বাসাবাড়ি ও ভাড়াটিয়াদের ফেলে দেওয়া আবর্জনায় রাস্তার দুই পাশে স্তূপ জমে উঠেছে, যার মধ্যে পানি জমে ডেঙ্গুবাহী এডিস মশার বংশ বিস্তার ঘটছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ময়লা না সরানোর কারণে পথচারীরা দূর্গন্ধ ও মশার উপদ্রবে কষ্ট পাচ্ছেন। একজন বাসিন্দা বলেন, “ছোট ছোট পাত্রে জমা পানি থেকে প্রতিদিন মশা বের হচ্ছে। এখন বর্ষাকাল, মশা দিনদিন বেড়েই চলেছে।”
স্থানীয় জনপ্রতিনিধি ও পৌরসভার কর্মকর্তারা এখনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসী। একাধিকবার অভিযোগ করার পরও পরিস্থিতির উন্নতি হয়নি বলে অভিযোগ করেছেন তারা।
এই অবস্থার প্রেক্ষিতে স্থানীয়দের প্রতি একটি বিশেষ অনুরোধ জানানো হয়েছে: “আশেপাশের বাসায় অবস্থানরত যারা আছেন – স্থানীয় হোন বা ভাড়াটিয়া – আপনারা অনুগ্রহ করে ময়লা-আবর্জনা সঠিক স্থানে ফেলুন। রাস্তার পাশে ফেলে পরিবেশ নষ্ট কইরেন না। অনুরোধ রইল—সমাজ বাঁচান, নিজে বাঁচুন।”
ডেঙ্গু প্রতিরোধে করণীয়: বাসা ও আশপাশে জমে থাকা পানি পরিষ্কার করুন, ফুলদানি, ড্রাম, টায়ার ইত্যাদিতে পানি জমতে দেবেন না, দিনে ঘুমালে মশারি ব্যবহার করুন, শরীর ঢাকা পোশাক পরুন, পৌরসভা ও স্বাস্থ্য বিভাগের মশা নিধন কার্যক্রমে সক্রিয় থাকুন।
সকলের সম্মিলিত সচেতনতাই পারে ডেঙ্গুর মতো প্রাণঘাতী রোগ থেকে আমাদের পরিবার ও সমাজকে রক্ষা করতে।
মিরাজ খান