ঢাকা, বাংলাদেশ   রোববার ২৯ জুন ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২

ঐক্যবদ্ধ হয়ে উন্নয়ন-ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চাই– অধ্যাপক নকিবুল হুদা

সোহাইল আহমেদ, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ০০:০১, ২৯ জুন ২০২৫

ঐক্যবদ্ধ হয়ে উন্নয়ন-ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চাই– অধ্যাপক নকিবুল হুদা

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদা বলেছেন, “বাঞ্ছারামপুরের উন্নয়ন, শান্তি ও ন্যায়ের সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মেধা, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধকে সামনে রেখে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে চাই।”

শনিবার (২৮ জুন) দুপুরে বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ফেরাজিয়াকান্দি, দুলারামপুর, চরমরিচাকান্দি, শান্তিপুর, ইছাপুর ও চরশিবপুর বাজার এলাকায় ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত গণসংযোগে তিনি এ কথা বলেন।

অধ্যাপক নকিবুল হুদা বলেন, “আমাদের লক্ষ্য কেবল অবকাঠামো উন্নয়ন নয়, মানুষের জীবনমান উন্নয়ন। প্রতিটি ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে চাই, যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে চাই। কৃষক-শ্রমিক যেন তাদের ন্যায্য অধিকার পান, সেটাই হবে আমাদের উন্নয়নের মাপকাঠি।”

তিনি আরও বলেন, “আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের স্থান থাকবে না। যুবসমাজকে মাদক থেকে রক্ষা করা, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। দাড়িপাল্লা প্রতীকে আপনাদের দোয়া ও মূল্যবান ভোট চাই।”

গণসংযোগে উপস্থিত নেতাকর্মীরা “আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই”—এই স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মো. কাজী আবুল বাশার, সহকারী সেক্রেটারি মুফতি আলাউদ্দিন সাদি, সোনারামপুর ইউপি সভাপতি মো. সোহরাফ হোসেন, দরিয়াদৌলত ইউপি সভাপতি মাওলানা খলিলুর রহমান ভূঁইয়া, ছলিমাবাদ ইউপি সহকারী সেক্রেটারি মো. মতিউর রহমান, উপজেলা যুববিভাগের প্রচার সম্পাদক এইচ. এম. মোহাম্মদ আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. নাছির উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

নেতারা বলেন, অধ্যাপক নকিবুল হুদার নেতৃত্বে বাঞ্ছারামপুরে একটি ন্যায়ভিত্তিক, নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তোলার পথ উন্মুক্ত হবে। আজকের গণসংযোগ সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

ইমরান

×