
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৫০০ কেজি শিং মাছসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার খারেরা বিওপি ক্যাম্পের টহল দল সীমান্তের বেলবাড়ি এলাকার মেইন পিলার সংলগ্ন স্থান থেকে মাছ ভর্তি ওই মাইক্রোবাসটি জব্দ করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খারেরা বিওপি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মাইক্রোবাস ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে মাইক্রোবাসটি তল্লাশি করে ৫০০ কেজি শিং মাছ উদ্ধার করা হয়। জব্দকৃত মাইক্রোবাসের নম্বর ঢাকা মেট্রো-চ ১৯-৪৫০০।
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে অবস্থানরত বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযানে জব্দকৃত মাছ পরবর্তীতে কাস্টমসের মাধ্যমে নিয়ম অনুযায়ী নিলামে বিক্রি করা হয়েছে। তাছাড়াও বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের নজরদারি আরও জোরদার করা হয়েছে।
রাজু