
ফেনীতে ট্রেনের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে হাফিজুল ইসলাম (৪২) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় শহরের গোডাউন কোয়ার্টার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন নিহতের মা ফাতেমাতুজ জোহরা (৬২) ও সিএনজিচালক।
নিহত হাফিজুল ইসলাম ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পাঠানগড় গ্রামের মিয়াজী বাড়ির বাসিন্দা হারেস আহম্মেদের বড় ছেলে। তিনি একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি গোডাউন রেলগেট অতিক্রম করার সময় সড়কে আটকে পড়া একটি সিএনজিকে ধাক্কা দেয়। সিএনজিটি ওই সময় যানজটে রেললাইনের ওপর দাঁড়িয়ে ছিল। ধাক্কা খেয়ে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে থাকা তিনজনই গুরুতর আহত হন।
আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাফিজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তার মাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
গেইটম্যান বাবু বলেন, “৭টা ২০ মিনিটে গেট বন্ধ করেন। কিন্তু অপর দিক থেকে রং সাইড দিয়ে অনেক গাড়ি আসায় যানজট সৃষ্টি হয়। একটি সিএনজি রেললাইনের ওপর আটকে যায়। বারবার সরাতে চেষ্টা করেও ব্যর্থ হয়। ট্রেনটিকে লাল সিগনাল দিয়ে থামাতে চাইলেও দূরত্বের কম থাকার কারণে সম্ভব হয়নি।”
ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. রায়হান উদ্দিন বলেন, “ট্রেনের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। এদের একজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। অপরজনের মাথা ও পায়ে মারাত্মক জখম রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে।”
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ট্রেন-সিএনজির সংঘর্ষে ঘটনায় একজন নিহত ও সিএনজি চালকসহ ২ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। নিহতের মরদেহ মর্গে রাখা আছে।
Jahan