
নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি। শনিবার (২৪ মে) বেলা সারে ৩ টার দিকে খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২০২৩ সালের ইউপি নির্বাচনে জাহাঙ্গীর আলম নৌকা প্রতীকে উপজেলা খগাখড়িবাড়ী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন এবং ওই বছরের ২৫ আগষ্ট শপথ পাঠ করে দায়িত্ব বুঝে নেন।
ডিমলার বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া সত্বেও জাহাঙ্গীর দলীয়ভাবে গোপনে সভা করেন। এমন কি উপজেলা পরিষদের বিভিন্ন মিটিং এ অংশ নেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সংবাদ প্রকাশ হয়।
পুলিশ জানায়, উক্ত চেয়ারম্যান সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ডিমলা থানার ওসি মো. ফজলে এলাহী সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রকে অচল করার পরিকল্পনা করে আসছেন তিনি। তাই ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
রাজু