ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনা থেকে ৩৫ সাংবাদিক নিরাপদে ফিরে আসায় ক্র্যাবের শোকরানা দোয়া

প্রকাশিত: ২০:০৮, ২৩ মে ২০২৫; আপডেট: ২০:০৮, ২৩ মে ২০২৫

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনা থেকে ৩৫ সাংবাদিক নিরাপদে ফিরে আসায় ক্র্যাবের শোকরানা দোয়া

সম্প্রতি বিজিবির প্রোগাম শেষে ঢাকায় ফেরার পথে সাংবাদিকদের বহনকারী বিজিবির বাস সাতক্ষীরায়-খুলনা মহাসড়কে সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যানের ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে। ওই বাসে ক্র্যাবের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ ৩৫ জন সাংবাদিক ছিলেন। দুর্ঘটনায় অনেকেই আহত হলেও অলৌকিকভাবে সবাই প্রাণে বেঁচে যান।

এ প্রেক্ষাপটে শোকরিয়া আদায় করে শোকরানার দোয়ার আয়োজন করে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)। শুক্রবার বাদ জুমা সেগুন বাগিচার ক্র্যাব কার্যালয়ের তয় তলায় অনুষ্ঠিত হয় শোকরানা দোয়া ও মোনাজাত। মোনাজাতে সবার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল, সহ-সভাপতি উমর ফারুক আল হাদী, সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্, যুগ্ম সম্পাদক নিয়াজ আহম্মেদ লাবু, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান, দপ্তর সম্পাদক ওয়াসিম সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন, কার্যনির্বাহী সদস্য ইমরান রহমান।

আরো উপস্থিত ছিলেন ক্র্যাবের সাবেক সভাপতি কামরুজ্জামান খান, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র সদস্য গাফফার মাহমুদ, শহীদুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মোমিন হোসেন, ক্র্যাব সদস্য ও ডিআরইউ’র যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন প্রমূখ।

 

রাজু

×