ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

গোবিন্দগঞ্জে সরকারি চালসহ গ্রেফতার বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি দিয়েছে জেলা বিএনপি 

নিজস্ব সংবাদদাতা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা

প্রকাশিত: ১৯:৫৭, ৭ মে ২০২৫; আপডেট: ১৯:৫৭, ৭ মে ২০২৫

গোবিন্দগঞ্জে সরকারি চালসহ গ্রেফতার বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি দিয়েছে জেলা বিএনপি 

ছবি: জনকণ্ঠ

সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১১৯ বস্তা চালসহ গ্রেফতার গোবিন্দগঞ্জের এক বিএনপি নেতাকে দলীয় সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

উপজেলার কামারদহ ইউনিয়ন বিএনপির সদস্যসচিব শাহাবুল ইসলাম সাবুকে গত মঙ্গলবার (৬ মে) বিকেলে ফাঁসিতলা বাজারে তার গুদাম থেকে অবৈধভাবে মজুদ করা ৫.৮ মেট্রিক টন সরকারি চাল (১১৯ বস্তা) ও বেশ কিছু খালি বস্তাসহ আটক করে উপজেলা প্রশাসন। পরে তার বিরুদ্ধে মামলা ও গ্রেফতার করা হয় তাকে। এ ঘটনা দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে বুধবার তাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়। 


গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মো: মাহামুদুন্নবী টিটুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার জানান, অনৈতিক ও সংগঠন বিরোধী কাজের সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মো: সাহাবুল ইসলাম শাবুকে প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

শিহাব

×