ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

উপজেলা বিএনপির সাবেক সভাপতিকে আজীবনের জন্য বহিষ্কার

সংবাদদাতা, বকশীগঞ্জ, জামালপুর

প্রকাশিত: ১৯:৪৮, ৭ মে ২০২৫

উপজেলা বিএনপির সাবেক সভাপতিকে আজীবনের জন্য বহিষ্কার

ছবি: জনকণ্ঠ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার এখন আর দলের কেউ নন। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড এবং দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহণ করায় তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এ তথ্য জানিয়ে একটি প্রেস ব্রিফিং করেছে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি।

বুধবার (৭ মে) সকাল ১১টায় বকশীগঞ্জ পৌর বিএনপির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সিনিয়র সহ-সভাপতি হাসিবুল ইসলাম সঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কারীকে, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, সিনিয়র সহ-সভাপতি ছানোয়ার হোসেন ছানু সওদাগর, সাংগঠনিক সম্পাদক শাজাহান পারভেজ শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর, ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীমসহ উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতাকর্মীরা।

বক্তব্যে জাহিদুল ইসলাম প্রিন্স বলেন, “বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছে এবং বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছে, তারা আমাদের দলের শত্রু। গত ১৭ বছরে যেসব ব্যক্তি আওয়ামী লীগের দোসর হয়ে কাজ করেছে, তাদের মাধ্যমেই শেখ হাসিনা দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আপনারা জানেন, যারা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে অতীতে বিভিন্ন নির্বাচনে অংশ নিয়েছে, তাদেরকে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এখন দেশের পটপরিবর্তনের মাধ্যমে বিএনপি যখন সুসংগঠিত হওয়ার পথে, তখন সেই আওয়ামী সহযোগীরা আবার বিএনপির ভিতরে প্রবেশের চেষ্টা করছে—তাদের কোনো ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও জানান, বহিষ্কৃত নেতাদের তালিকায় প্রথমেই আছেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ তালুকদার, যাকে ২১ মে ২০২৪ তারিখে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়াও বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ফখরুজামান মতিনকে ৯ মার্চ ২০২৪ তারিখে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ মে বকশীগঞ্জের নিজ এলাকায় আসেন সাবেক আইজিপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম। তাকে উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হলেও তিনি তা উপেক্ষা করেন এবং বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ও আওয়ামী লীগের সহযোগীদের নিয়ে কয়েকটি স্থানে পথসভা করেন। এতে দলের নেতাকর্মীদের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে।

এম.কে.

×