ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

গোবিন্দগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার 

নিজস্ব সংবাদদাতা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।

প্রকাশিত: ১৮:৪৮, ৭ মে ২০২৫

গোবিন্দগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার 

পারিবারিক কলহের জেরে গোবিন্দগঞ্জের পল্লিতে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধুর আত্মহত্যার খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের শফিপাড়া গ্রাম থেকে ববিতা খাতুন (২৫) নামে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ববিতা ওই গ্রামের অটো ভ্যান চালক আরমান আলীর স্ত্রী।


গোবিন্দগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে গৃহবধূ ববিতা খাতুনের আত্মহত্যার খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশের একটি দল সন্ধ্যায় ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। 


নিহত ববিতার মা অভিযোগ করে বলেন, মেয়ের জামাই অটোভ্যানের ব্যাটারি কেনার জন্য গত সপ্তাহে ১০ হাজার টাকা চেয়েছিল। সেই টাকা দিতে না পারায় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। আমার মেয়ে আত্মহত্যা করেছে এমন খবর পেয়ে জামাই বাড়িতে গেলে মেয়ের মাথায় পানি ঢালতে দেখা যায়। এর কিছুক্ষণ পরে আমার মেয়ে মারা যায়।


গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম গৃহবধূ ববিতা খাতুনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তার মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহটি বুধবার সকালে গাইবান্ধা জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
 

রিফাত

×