
ছবি: সংগৃহীত
আশুলিয়ায় রুবেল মন্ডল (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে উপজেলার আশুলিয়া ইউনিয়নের পাড়াগ্রামের দেউন এলাকা থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত রুবেল মন্ডল আশুলিয়ার পাড়াগ্রাম দক্ষিণ পাড়া এলাকার মোঃ নায়েব আলী মণ্ডলের ছেলে ও একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমীন মণ্ডলের ভাই।
পুলিশ জানায়, এদিন বেলা সাড়ে ১২ টার দিকে দেউনের একটি নির্জন স্থানে রুবেল মণ্ডলের রক্তাক্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে দুই এক ঘন্টা আগে তাকে হত্যা করা হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কামাল হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। সেইসঙ্গে হত্যার কারণ ও জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
ফারুক