ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

বাগেরহাট বিআরটিএ-তে দুদকের অভিযান: গ্রাহক হয়রানি ও অনিয়মের প্রমাণ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট।।

প্রকাশিত: ১৬:৩৬, ৭ মে ২০২৫

বাগেরহাট বিআরটিএ-তে দুদকের অভিযান: গ্রাহক হয়রানি ও অনিয়মের প্রমাণ

বাগেরহাট বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) কার্যালয়ে গ্রাহক হয়রানি ও নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ মে) দুপুরে দুদকের বাগেরহাট সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে দুদক কর্মকর্তারা লাইসেন্স প্রদান প্রক্রিয়ায় অনিয়ম, দালালচক্রের সক্রিয়তা এবং আর্থিক লেনদেনের অসংখ্য অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ পান। অভিযোগ রয়েছে, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশগ্রহণ না করেই অনেককে লাইসেন্স প্রদান করা হয়েছে। এ ছাড়া বিআরটিএ কর্মকর্তারা ব্যক্তিগত মোবাইল নম্বর ব্যবহার করে বিকাশ ও নগদের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় করেছেন বলেও জানা গেছে।

অভিযানে আরও দেখা যায়, পরীক্ষার খাতাগুলোতে একই ব্যক্তির হাতের লেখা রয়েছে এবং ন্যূনতম নম্বর না পেয়েও অনেককে কৃতকার্য করা হয়েছে। ২০ নম্বরের পরীক্ষায় ১২ নম্বর পাস নম্বর নির্ধারিত থাকলেও, কেউ কেউ ৮–৯ নম্বর পেয়ে অতিরিক্ত নম্বর যোগ করে পাশ করিয়ে দেওয়ার প্রমাণ পাওয়া গেছে।

দুদকের সহকারী পরিচালক মো. সাইদুর রহমান বলেন, “বিআরটিএ কার্যালয়ে সেবা গ্রহীতাদের হয়রানি, অনৈতিক লেনদেন এবং নিয়মবহির্ভূতভাবে ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ একাধিক অনিয়মের প্রমাণ পেয়েছি। এ সংক্রান্ত সব তথ্য ও প্রমাণ প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

নুসরাত

×