
ছবি: জনকণ্ঠ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত মিরপুর বাংলা কলেজের ছাত্র সাগর আহমেদের মরদেহ উত্তোলনে পরিবারের অসম্মতির কারণে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও লাশ উত্তোলন সম্ভব হয়নি।
বুধবার (৭ মে) সকাল ১১টায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার টাকাপোড়া গ্রামে কবর থেকে মরদেহ উত্তোলনের উদ্দেশ্যে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপনের নেতৃত্বে একটি পুলিশ দল। তবে এ সময় সাগরের বাবা তোফাজ্জল হোসেন ও মামলার বাদী তার চাচাতো ভাই সাইফুল ইসলাম মরদেহ উত্তোলনে আপত্তি জানান।
পরিবারের আবেগ ও অবস্থানকে শ্রদ্ধা জানিয়ে ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা কোনো ধরনের পদক্ষেপ না নিয়েই ঘটনাস্থল ত্যাগ করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সাগর আহমেদ। পরদিন তার মরদেহ নিজ গ্রামে দাফন করা হয়। দীর্ঘ সময় পর চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সাগরের চাচাতো ভাই সাইফুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজনের বিরুদ্ধে দায়ের করেন একটি মামলা। ওই মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে মরদেহ উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়েছিল।
শিহাব