ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

৫২ হাজার টাকা ও মোবাইল ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন বয়োবৃদ্ধ মিজানুর রহমান

মো. সাইফুল ইসলাম, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।।

প্রকাশিত: ১৬:২৩, ৭ মে ২০২৫; আপডেট: ১৬:২৭, ৭ মে ২০২৫

৫২ হাজার টাকা ও মোবাইল ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন বয়োবৃদ্ধ মিজানুর রহমান

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাস্তায় কুড়িয়ে পাওয়া ৫২ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন প্রকৃত মালিককে ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন মো. মিজানুর রহমান (৬০)। মঙ্গলবার (৬ মে) দুপুরে এ ঘটনা ঘটলে এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে তার সততার গল্প।

আখাউড়া পৌর শহরের কলেজ পাড়ার বাসিন্দা মিজানুর রহমান জানান, সকালে বাজার থেকে ফেরার পথে শহীদ স্মৃতি সরকারি কলেজের সামনে সড়কে পড়ে থাকা দুটি শপিং ব্যাগ কুড়িয়ে পান তিনি। ব্যাগ খুলে তিনি দেখতে পান এর ভেতরে রয়েছে একটি মোবাইল ফোন, একটি ওয়ালেট, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং ৫২ হাজার ৫০০ টাকা।

পরবর্তীতে এনআইডি থেকে তথ্য নিয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়ার মনিয়ন্দ ইউনিয়নের শামসু মিয়ার ছেলে মো. আলমগীর মিয়ার বাড়িতে যান। বাড়িতে আলমগীরকে না পেয়ে মোবাইল ফোনে যোগাযোগ করে আখাউড়া পোস্ট অফিসের সামনে তার সঙ্গে সাক্ষাৎ করেন। আলমগীর ব্যাগের রঙ ও ভেতরের জিনিসপত্র সঠিকভাবে বর্ণনা করলে মিজানুর রহমান তাকে মোবাইল, টাকা এবং ব্যাগ বুঝিয়ে দেন।

এ বিষয়ে কলেজ পাড়ার বাসিন্দা এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী মো. সিয়াম সরকার বলেন, “মিজান আংকেল ব্যাগ দুটি পেয়ে আমাকে জানান। আমি ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট দিই এবং পরে আমরা মিলে আলমগীরের ঠিকানায় গিয়ে তার হাতে সব কিছু তুলে দিই। মিজান আংকেল খুব ভালো মনের মানুষ।”

টাকা ও মোবাইল ফিরে পেয়ে আবেগাপ্লুত মো. আলমগীর মিয়া বলেন, “টাকা হারিয়ে আমি প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। এরপর যখন জানতে পারলাম একজন ভদ্রলোক আমার টাকা-পয়সা ফেরত দিতে চান, তখন বিশ্বাসই করতে পারিনি। মিজানুর রহমান সাহেবের মতো সৎ মানুষ আজকাল বিরল। তিনি সত্যিই একজন মহান মানুষ।”

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা ও উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই বলছেন, মিজানুর রহমান এই সমাজে সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

নুসরাত

×