ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ছদ্মবেশে বিআরটিএ অফিসে দুদকের অভিযান, দালাল আটক 

খোকন আহম্মেদ হীরা, বরিশাল

প্রকাশিত: ১৬:১৫, ৭ মে ২০২৫; আপডেট: ১৬:১৬, ৭ মে ২০২৫

ছদ্মবেশে বিআরটিএ অফিসে দুদকের অভিযান, দালাল আটক 

ছবি: দৈনিক জনকন্ঠ

বরিশাল বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে এক দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ বুধবার (৭ মে) দুপুরে আটককৃতকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড এবং দুইশ’ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হাসান ভূঁইয়া তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, দণ্ডপ্রাপ্ত দালাল সঞ্জীব কুমার দাস (৪৪) নগরীর ৮ নম্বর ওয়ার্ডের দপ্তরখানা এলাকার শম্ভুনাথ দাসের ছেলে। 

অভিযানের নেতৃত্ব দেওয়া দুদক বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা জানান, ছদ্মবেশে বিআরটিএ কার্যালয়ে অভিযানে যাওয়া দুদক কর্মকর্তাদের কাছে দুটি ড্রাইভিং লাইসেন্স করতে ২১ হাজার টাকা দাবি করেন আটককৃত দালাল সঞ্জীব কুমার দাস। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়। 

দুদক কর্মকর্তা আরও জানান, দালালদের সাথে বিআরটিএ অফিসের কারো সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 

মিরাজ খান

×