
কক্সবাজারে দীর্ঘায়িত রোহিঙ্গা সংকট মোকাবেলায় সমন্বিত মানবিক সহায়তা কার্যক্রম জোরদারের লক্ষ্যে ব্র্যাক ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (৫ মে ২০২৫), ঢাকার মহাখালীর ব্র্যাক সেন্টারে “হিউম্যানিটারিয়ান-ডেভেলপমেন্ট কোএক্সিসটেন্স নেক্সাস টু এড্রেস রোহিঙ্গা ক্রাইসিস ইন কক্সবাজার” শীর্ষক একটি নতুন প্রকল্পের যাত্রা উপলক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে ব্র্যাকের পক্ষে নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল মিলার স্বাক্ষর করেন।
প্রকল্পটির লক্ষ্য হলো — ব্যয় সাশ্রয়ী ও জবাবদিহিমূলক উপায়ে কক্সবাজারের রোহিঙ্গা এবং স্থানীয় জনগণের জন্য মানবিক ও উন্নয়নমূলক সহায়তা নিশ্চিত করা। এতে প্রায় ১ লাখ ২৫ হাজার রোহিঙ্গা এবং ২,৫০০ জন স্থানীয় বাসিন্দা উপকৃত হবেন। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে নারী, যুব এবং প্রতিবন্ধীদের ওপর।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তারা বলেন, “২০১৭ সালে রোহিঙ্গা সংকট শুরু হওয়ার সাত বছর পরেও ওই অঞ্চলের মানুষ মানবিক সংকটের মধ্যেই বাস করছেন। প্রয়োজনীয় সহায়তা তহবিল হ্রাস, সামাজিক চাপ বৃদ্ধি ও সীমিত সম্পদের ওপর অতিরিক্ত চাহিদা সমস্যাকে আরও জটিল করে তুলেছে।”
এই বাস্তবতায়, যৌথ উদ্যোগে বাস্তবায়িত হতে যাওয়া ২৪ মাসব্যাপী এই প্রকল্পটি সাড়ে ৪৪ লাখ ইউরো (প্রায় ৬২ কোটি টাকা) বিনিয়োগে পরিচালিত হবে। প্রকল্পটি কেবল রোহিঙ্গা সংকটেই নয়, বরং এটি হবে একটি মডেল — যা বিশ্বের অন্যান্য দীর্ঘমেয়াদি মানবিক সংকট মোকাবিলায় প্রয়োগযোগ্য হবে।
বক্তারা আরও বলেন, “এই উদ্যোগ কক্সবাজারে শান্তিপূর্ণ সহাবস্থান, স্থানীয় জনগণের ক্ষমতায়ন এবং ব্যয় সাশ্রয়ী সেবা প্রদানে কার্যকর ভূমিকা রাখবে।”
এই চুক্তি ব্র্যাক ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার একটি দীর্ঘমেয়াদি, টেকসই ও মানবিক সহায়তা কার্যক্রমে পারস্পরিক অঙ্গীকারের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।
নুসরাত