
টেকনাফের নাফ নদ অতিক্রম করে মিয়ানমারে যাওয়া ৪ রোহিঙ্গাকে আটক করেছে আরাকান আর্মি। মূলত মাদকের চালান আনতে গিয়ে এই ৪ রোহিঙ্গা আরাকান আর্মির হাতে আটক হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। যদিও ইতোমধ্যে ৪ রোহিঙ্গা মাছ ধরতে গেলে নাফ নদ থেকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে বলে প্রচার চালাচ্ছে তাদের স্বজনরা। বৃহস্পতিবার সকালে টেকনাফের হ্নীলা দমদমিয়া সংলগ্ন লালদিয়া নামের চর থেকে এই ৪ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা হচ্ছে, আরাফাত উল্লাহ, আনিস উল্লাহ, জাবের ও আনোয়ার সাদেক। তারা সবাই টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্পের আশ্রিত রোহিঙ্গা। হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী জানিয়েছেন, বৃহস্পতিবার যে ৪ রোহিঙ্গাকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে, তারা জেলে নয়। মূলত মাদক (ইয়াবা) আনতে এসব রোহিঙ্গা মিয়ানমারে আসা-যাওয়া করে। যে লালদিয়ার কথা বলা হচ্ছে, ওটা মিয়ানমারের অংশ। ওখানে জেলেরা মাছ ধরতে যান না।
প্যানেল