ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

চাঁদাবাজির সময় মাথায় মাহুতের আঘাত, মৃত্যুর কোলে ঢলে পড়লো অসুস্থ হাতি!

প্রকাশিত: ০০:৫২, ২৯ মার্চ ২০২৫

চাঁদাবাজির সময় মাথায় মাহুতের আঘাত, মৃত্যুর কোলে ঢলে পড়লো অসুস্থ হাতি!

ছবি: সংগৃহীত

মাগুরার মোহাম্মদপুর উপজেলায় চাঁদা তুলতে গিয়ে এক অসুস্থ হাতির করুণ মৃত্যু ঘটেছে। পথচারী ও যানবাহনের চালকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়ের সময় মাহুতের আঘাতে ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে মৃত্যু হয় হাতিটির।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে হাতিটিকে দিয়ে বিভিন্ন স্থানে চাঁদা তুলছিল মাহুত। অসুস্থতার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিল না হাতিটি। তবুও মাহুত বারবার তার গায়ে আঘাত করে টাকা আদায় করছিলেন। ঘটনার দিনও সড়কের যানবাহন থামিয়ে, দোকান ও পথচারীদের কাছ থেকে জোরপূর্বক টাকা তুলছিলেন তিনি। একপর্যায়ে একটি ভ্যানগাড়ির সামনে হাতিটিকে দাঁড় করিয়ে টাকা আদায়ের চেষ্টা করছিলেন মাহুত। টাকা সংগ্রহের জন্য হাতিটির মাথায় আঘাত করলে, ভারসাম্য হারিয়ে সেটি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে। হাতির ওজনের চাপে ভ্যানগাড়িটি ভেঙে যায়, এতে চালক ও এক যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই মাহুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান, ফলে হাতিটির সঠিক দেখভালের কোনো ব্যবস্থা করা সম্ভব হয়নি। স্থানীয়রা জানান, হাতিটি দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় খাবার পাচ্ছিল না, যার ফলে এটি অপুষ্টিজনিত দুর্বলতায় ভুগছিল। চিকিৎসকদের মতে, অপুষ্টির কারণে শরীরে ক্যালসিয়ামের অভাব ও ডিহাইড্রেশনের কারণে হাতিটির অবস্থার আরও অবনতি ঘটে, যা তার মৃত্যুর অন্যতম কারণ হতে পারে।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। হাতিটির মৃত্যুর পর পরদিন সকালে নমুনা সংগ্রহ করে মাটিচাপা দেওয়া হয়। এ ঘটনায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে হাতির মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, অসুস্থ হাতিকে দিয়ে চাঁদা তোলা এবং তার করুণ মৃত্যুতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ভিডিও দেখুন: https://youtu.be/KQU45jOdsho?si=FuwJqhyZggub8pmQ

এম.কে.

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার