
ছবিঃ সংগৃহীত
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। এবার থেকে দিনটি জাতীয়ভাবে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করা হবে। প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি এ সিদ্ধান্ত অনুমোদন করেছে, যা চূড়ান্ত অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে।
মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম (বীরপ্রতীক) জানান, ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উদযাপন ও একটি নতুন অধিদপ্তর গঠনের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে আনুষ্ঠানিকভাবে দেশবাসীকে জানানো হবে।
উল্লেখ্য, এর আগে ২৪ জানুয়ারি উনসত্তরের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবসও রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়েছে।
আসিফ