ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

ঘন কুয়াশায় বিমান চলাচলে বিঘ্ন হেডলাইট জ্বালিয়ে চলছে ট্রেন ও যানবাহন

স্টাফ রির্পোটার,নীলফামারী।।

প্রকাশিত: ১২:০৩, ৮ ডিসেম্বর ২০২৪

ঘন কুয়াশায় বিমান চলাচলে বিঘ্ন হেডলাইট জ্বালিয়ে চলছে ট্রেন ও যানবাহন

ঘন কুয়াশার চাঁদরে ঢাকা পড়েছে উত্তরের জনপদ সহ নীলফামারী। সেইসঙ্গে কনকনে তীব্র শীত অনুভ‚ত হচ্ছে। সড়ক মহাসড়কে সকল প্রকার যানবাহন  সর্তকতায় হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে ধীরগতিতে। পাশাপাশি হেড লাইট জ্বালিয়ে  হুইসেল বাজিয়ে চলাচল করছে ট্রেন। জনজীবনের পাশাপাশি ঘন কুয়াশায় পশু পাখির মাঝে স্থবিরতা নেমে এসেছে।
 আজ রবিবার (৮ ডিসেম্বর) সকাল ৮টায় যেমন  ঢাকা থেকে কোনো বিমান  সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে আসেনি। তেমনি সৈয়দপুর থেকেও কোন বিমান ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি।  বিমানবন্দরে সকালের দুটি ফাইটের শতাধিক যাত্রীরা অপো করছেন।  
জেলার সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, আজ  সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৮ ডিগ্রি ও সর্বোচ্চ ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বিমান চলাচলের জন্য কমপে ২০০০ মিটার ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) প্রয়োজন হলেও সেখানে বিরাজ করছে মাত্র ৫০ মিটার।
সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া জানান, এখনো কোনো ফাইট বাতিল করা হয়নি। দুপুরের দিকে আবহাওয়ার উন্নতি হলে বিমান চলাচল স্বাভাবিক হতে পারে।  
এদিকে তীব্র শীতের কারণে অভাবী ও ছিন্নমূল মানুষরা কষ্ট পাচ্ছেন। সরকারি ও বেসরকারিভাবে এখনো কম্বল ও শীতবস্ত্র বিতরণ শুরু হয়নি। নদী অববাহিকার লোকজন সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন।
কৃষি শ্রমিক থেকে ভ্যান ও   রিকশাচালকরা পড়েছে দূর্ভোগে। কৃষি শ্রমিক ইয়াছিন মিয়া জানান, কঠিন শীত ও কুয়াশা পড়ছে, হাত-পা ঠান্ডা হয়া যায়ছে।  
ঘন কুয়াশার কারণে ট্রেনের সিডিউল বিপর্যয় হয়নি কিন্তু কুয়াশায় গন্তব্যে পৌঁছাতে ৫০ মিনিট থেকে
এক দেড় ঘন্টা লাগছে। কেননা কুয়াশায় ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৫০/৬০ কিলোমিটার বেগে চলার
নির্দেশনা রয়েছে । যেহেতু কুয়াশা বেশি এর জন্য স্টেশন এলাকা এবং রেলক্রসিংয় এলাকায় হুইসেল
বাজিয়ে সতর্কতা অবলম্বন করে ট্রেন চলাচল করাতে পারে ।
এদিকে আজ রবিবার উত্তরাঞ্চলের অন্যান্য জেলার তাপমাত্রা প্রকাশ করেছে আবহাওয়া অফিস। এতে দেখা যায় নীলফামারীর তিস্তা নদী বিধৌত ডিমলা উপজেলা সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়ান ও সর্বোচ্চ তাপমাত্রা ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। যা গতকাল শনিবারের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস কমেছে। এতে তিস্তা নদীর চরবাসীরা তীব্র শীতে আক্রান্ত হয়েছে। এ ছাড়া পঞ্চগড়ের তেঁতুলিয়ায়  সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫, দিনাজপুরে ১৩ দশমিক ৫, কুড়িগ্রামের রাজারহাটে ১৩ ও রংপুর বিভাগীয় শহরে ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তবে দেশের সর্ব নিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় উত্তরাঞ্চলের নওগাঁ জেলা  বদলগাছিতে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে এই রির্পোট লিখা পর্যন্ত বেলা সারে ১১টায় কুয়াশা কাটিয়ে আকাশে সূর্য্য উঁকি দিতে দেখা যায়। তবে উত্তরপশ্চিম দিক দিয়ে হিম শীতল বাতাস অব্যাহত ছিল।

জাফরান

×