ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

গাজীপুরে বকেয়া বেতনের দাবীতে পোশক শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, গাজীপুর

প্রকাশিত: ১৯:০১, ৯ নভেম্বর ২০২৪

গাজীপুরে বকেয়া বেতনের দাবীতে পোশক শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধ

 গাজীপুরে মহানগরের কলম্বিয়া এলাকায় বকেয়া বেতনের দাবীতে শনিবার টিএন্ডজেড অ্যাপারেলস লিমিটেড নামের পোষাক কারখানার শ্রমিকরা ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। চরম দুভোর্গে পড়ে পথচারী ও যাত্রীরা।
শিল্প পুলিশ, শ্রমিক ও স্থানীয়রা জানায়, টিএন্ডজেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকদের গত দুই মাসের (সেপ্টেম্বর ও অক্টোবর) বেতন বকেয়া রয়েছে। বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকরা বেলা সাড়ে ৯টার দিকে তারা পাশর্^বর্তী কলম্বিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় মহাসড়কের ওই অংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যাানজটের সৃষ্টি হয়। চরম দুভোর্গে পড়ে পথচারীরা। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্য. শিল্প ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা চালায়। এদিকে মহসড়ক অবরোধের খবরে যানজট এড়াতে অনেকে বিকল্প পথে গন্তবে যান। এ সংবাদ লেখার সময় (সন্ধ্যা পৌণে ৬টা) শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছিল।
এর আগে গত ২৪ অক্টোবর একই পোশাক কারখানার শ্রমিকরা কলম্বিয়া এলাকায় বকেয়া বেতনের দাবীতে দাবিতে মহাসড়ড়ক অবরোধ করেছিল। তখন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় কারখানা কর্তৃপক্ষ ৩ নভেম্বর গত সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন এবং অক্টোবর মাসের বেতন আগামী ২০ নভেম্বর পরিশেধে সিদ্ধান্ত দিয়েছিল। পরে  শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করে নেয়। কিন্ত ৩ নভেম্বর অতিবাহিত হলেও শ্রমিকদের পাওনাদি দেননি কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর মো. ফারুকুল আলম, দুই মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সকাল সাড়ে ৯টা থেকে অবরোধ করে রেখেছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
এক প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা বলেন, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের পাওনাদি পরিশোধের কয়েকবার তারিখ দিলেও তা রক্ষা করেনি।

×

শীর্ষ সংবাদ:

আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে