ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

সেন্টমার্টিন ভ্রমনে বিধিনিষেধ আরোপের প্রতিবাদ সমাবেশ কাল

প্রকাশিত: ২২:৪৯, ৭ নভেম্বর ২০২৪; আপডেট: ২২:৫৩, ৭ নভেম্বর ২০২৪

সেন্টমার্টিন ভ্রমনে বিধিনিষেধ আরোপের প্রতিবাদ সমাবেশ কাল

আগামীকাল (০৮ নভেম্বর) শুক্রবার বিকাল ০৪ টায় সেন্টমার্টিন ভ্রমনে বিধিনিষেধ আরোপের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'স্টুডেন্টস ফর সভারেন্টি' নামক ক্লাব।

প্রতিবাদ সমাবেশটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত হবে। 

এর আগে মিয়ানমারে চলমান সংঘর্ষের জেরে আগামী শনিবার (১০ ফেব্রুয়ারি) থেকে কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিলো। বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইয়ামিন হোসেন।

নাহিদা

×