জয়পুরহাট জেলার মানচিত্র
জয়পুরহাটে একই সময়ে একই স্থানে বিএনপির দুটি পক্ষ সদর উপজেলা ও শহর বিএনপির সম্মেলন আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেলা ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন জাহাঙ্গীর আজ বৃহস্পতিবার বিকেলে এ আদেশ জারি করেন।
আগামীকাল শুক্রবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন জাহাঙ্গীর আজ সন্ধ্যায় বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
পুলিশ ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি শহরের নতুনহাটের গোহাটীতে আগামীকাল সদর উপজেলা ও শহর শাখা বিএনপির সম্মেলন আয়োজনের ঘোষণা দেওয়া হয়। কিন্তু দলের একটি পক্ষের নেতা-কর্মীদের সম্মেলনে রাখা হয়নি অভিযোগ তুলে তাঁরা গতকাল বুধবার সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে শহরে মশাল মিছিল করেন। পরে তাঁরা আগামীকাল নতুনহাটে পাল্টা সম্মেলনের আহ্বান করেন।
একই স্থানে একই সময়ে পাল্টাপাল্টি সম্মেলনের ঘোষণায় বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় আজ বিকেলে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আগামীকাল সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত নতুনহাট এলাকায় ১৪৪ ধারা জারি করে বিজ্ঞপ্তি দেন।
ইসরাত